১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি। - ছবি : সংগৃহীত

অস্বাভাবিক বন্যায় চরম ক্ষতিগ্রস্ত সিলেটবাসী। তাদের এ দুঃসময়ে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

ওই পোস্টে তিনি লিখেন-

‘মানবিক বিপর্যয়ের মুখে সিলেট! হে আরশের মালিক, সিলেটবাসীর উপর রহম করুন। গত মাসের শেষের দিকে একবার বন্যায় আক্রান্ত হয়েছিল সিলেট। এ নিয়ে এই অঞ্চলে চলতি বছরে সর্বমোট তিন দফা বন্যা দেখা দিয়েছে। বন্যার প্রথম পর্যায়ে সিলেটে সরকারি-বেসরকারি সেবা সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামি সংগঠন ও ফাউন্ডেশনগুলোর কার্যক্রম ছিলো বেশ চোখে পড়ার মতো। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারো সর্বমহল থেকে জোরালোভাবে সহযোগিতার হাত বাড়ানো দরকার। আসুন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াই ও আন্তরিক দু’আ অব্যাহত রাখি।’


আরো সংবাদ



premium cement